অনুশীলনে যোগ দিলেন সাকিব

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট ম্যাচ ও ত্রিদেশীয় সিরিজের জন্য চলমান কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। শনিবার ভোরে দেশে এসেই ক্যাম্পে যোগ দিয়েছেন নতুন কোচদের অধীনে।

বিশ্বকাপের পর হজ করার জন্য ছুটি নেন সাকিব। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেননি তিনি। নিজের মাকে নিয়ে হজ পালন শেষে দেশে আসেন তিনি।

অন্যদিকে সাকিবের স্ত্রী-কন্যা ছিলেন আমেরিকায়। তাই আবারও আমেরিকায় যান তিনি। সেখান থেকে নিজের স্ত্রী-কন্যাকে নিয়ে শনিবার দেশে এসেই যোগ দিয়েছেন অনুশীলন ক্যাম্পে।

গত ১৯ আগস্ট থেকে শুরু হওয়া এই ক্যাম্পে সদস্য সংখ্যা ৩৫ জন। অবশ্য ৩৫ জনকেই ক্যাম্পে পাচ্ছেন না নতুন কোচরা। কেননা শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ থাকেয় এই ক্যাম্পের অন্তত দশ জন ক্রিকেটার রয়েছেন ক্যাম্পের বাইরে। এছাড়া তামিম ইকবাল বিশ্রামে থাকায় আসন্ন সিরিজের ক্যাপে নেই তিনিও।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »