অনুশীলন শুরু চট্টগ্রামের, বিদেশিরা আসবেন কবে?

মমিনুল ইসলাম »

আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ আসর। আসন্ন বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর। বিপিএলকে সামনে রেখে অফিশিয়ালি অনুশীলন শুরু করেছে দল গুলো। তারই পরিপেক্ষিতে আজ অনুশীলন করেছে বন্দরনগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অনুশীলন শেষে দলটির উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান জানিয়েছেন পরিস্থিতি বুঝে কাজ করে এগিয়ে যেতে চায় দল।

দেশি বিদেশি মিলে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে বন্দর নগরীর দলটি। দেশিদের মাঝে দলে ভিড়িয়েছে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, ইমরুল কায়েস ও রুবেল হোসেনদের। এছাড়াও বিদেশিদের মাঝে দলে ভিড়িয়েছেন ক্রিস গেইল, লেন্ডন সিমন্স ও ইমাদ ওয়াসিমদের মত তারকারদের। দেশি ক্রিকেটাররা অনুশীলন শুরু করলেও এখনো দেখা মিলেনি বিদেশিদের।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোহান বলেন, ‘আমরা দেশি ক্রিকেটাররা অনুশীলন করলাম আজ। বিদেশিরা এখনো আসেনি। খুব তাড়াতাড়ি তারাও চলে আসবে। ‘
কবে আসবে বিদেশিরা তা জানতে চাইলে সোহান জানান, ‘ আসলে কবে আসবে সেটা টিম ম্যানেজম্যান্টই ভালো বলতে পারবে। যেহেতু ১১ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হচ্ছে তাই খুব তাড়াতাড়িই তারা আসবে। ‘

টুর্নামেন্টের ৬ টি আসর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি দলটি। তবে এবার সে আক্ষেপ ঘুচবে বলো মনে করেন সোহান। আর পরিস্থিতি বুঝে এগিয়ে যেতে চান বলে জানান। তিনি বলেন, ‘ টি-টোয়েন্টিতে যারা যেদিন ভালো খেলবে তারাই জিতবে। টুর্নামেন্টের সব গুলো দলই বেশ ভারসাম্যপূর্ণ। আমাদেরটাও বেশ ভালো দল গড়েছে। আমরা আমাদের সেরাটা দিতে পারলে যে কোন কিছু করা সম্ভব। ‘

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »