অধিনায়ক নির্বাচনে বিসিবিতে কোনো ‘অস্থিরতা’ নেই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অবসর ভেঙে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও স্বস্তিতে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বিসিবির সঙ্গে আলোচনার পর ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তামিম। একইসঙ্গে এই টাইগার ওপেনার আসন্ন এশিয়া কাপেও খেলবেন না।

 

বিসিবির চিন্তা এখন নতুন অধিনায়ক কে হবেন সেটা নির্বাচন করা। তবে এ নিয়ে বিসিবিতে কোনো ‘অস্থিরতা’নেই বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। শনিবার (০৫ আগস্ট) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

 

মল্লিক বলেন, ‘কোনো অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন। আমাদের জন্য এটা একটা ধাক্কা। তবে উনারা খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কাজ করছেন। এছাড়া ক্রিকেট অপারেশন্সও আছে। মাননীয় বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার কিছু নেই। তবে স্বাভাবিকভাবেই ওর এভাবে সরে যাওয়াটা আমাদের জন্য ধাক্কা।’

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »