https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং অস্টড়েলিয়া। টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩২৫ রানের বড় পুঁজি পেয়েছে।
শুরুতে ব্যাট করতে নেমে দলকে শুভ সূচনা এনে দেন দুই ওপেনার অ্যাইডেন মারক্রাম এবং কুইন্টন ডি কক। দুজনের জুটি ভাঙে দলীয় ৭৯ রানে ব্যক্তিগত ৩৪ রানে মারক্রাম বিদায় নিলে।শুরু থেকেই আগ্রাসী ব্যাট করা ডি কক ফিরেন ৫১ বলে ৫২ রান করে। অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকে এদিন আসে সমান শত রান। ভেন ডার ডসেনকে নিয়ে ১৫১ রানের বিশাল জুটি গড়ে দলের রানের চাকার গতি ধরে রাখেন প্লেসিস। ডসেন প্রথম দিকে মন্থর গতিতে ব্যাটিং করলেও শেষের দিকে বলের সাথে রানের ব্যবধান কমিয়ে আনেন। ডসেন সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থেকে ফিরে যান ৯৫ রানে। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৩২৫ রান।