নিউজ ডেস্ক »
এই নশ্বর পৃথিবীতে কেউ চিরস্থায়ী নন। সবাইকেই একদিন না একদিন এ-ই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্তর্ভুক্ত সিসিডিএম এর কম্পিউটার অপারেটর মো. আবুল কাশেম। বিসিবিতে সবচেয়ে বেশি সময় ধরে যারা কাজ করেছেন তাদের মধ্যে তিনি অন্যতম। টানা তিন দশক তিনি ক্রিকেট বোর্ডে কাজ করেছেন ।
আজ ২২ ডিসেম্বর (রোববার) সকাল ১১:৩০মিনিটে মিরপুরের ইসলামিয়া হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময়ে আবুল কাশেমের বয়স ছিলো ৬৪ বছর। বিসিবির পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানানো হয়েছে।
মহৎপ্রাণ এ-ই ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করছি৷ নিউজক্রিকেট২৪ পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি।