নিউজ ডেস্ক »
ডানহাতি ব্যাটসম্যান শুবমান গিলের মাঝে ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ দেখছেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী অধিনায়ক রোহিত শর্মা। রোহিত সাবেক স্পিনার হরভজন সিংয়ের সাথে ইন্সটাগ্রাম লাইভের এক আড্ডায় এই কথা বলেন। রোহিতের মতে জাতীয় দলে নিজেকে প্রতিষ্টিত করার প্রচুর সম্ভাবনা রয়েছে শুবমানের মাঝে।
২০ বছর বয়সী শুবমানকে গত নিউজিল্যান্ড সফরে দলে রাখা হয়েছিল যেখানে সে দুটি ওডিয়াই ম্যাচ খেলার সুযোগ পায়। তাঁর সম্পর্কে রোহিত বলেন, ‘আমি মনে করি সে একজন সাবলিল ব্যাটসম্যান। সে ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ। যখন সে নিয়মিত রান পাবে, তার আত্ববিশ্বাষ বেড়ে যাবে। ঘরোয়াতে তার ভাল রেকর্ড রয়েছে।’
গিলকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রাখা হয়েছিল রোহিত ইনজুরিতে পড়ায়। একথা মনে করিয়ে দিয়ে হরভজন সিং রোহিতের সাথে আরো যোগ করে বলেন, ‘আমরা নিউজিল্যান্ডে হেরেছি। পৃথিবী শ’কে ফিরানো হয়েছে। সে দলের বাইরে ছিল। আমি মনে করি, রোহিত ইনজুরিতে পড়ায় শুবমানকে টেস্ট সিরিজে সুযোগ দেওয়া উচিৎ ছিল। যেহেতু সে দলে ছিল।’
বাংলাদেশ সময়ঃ ৪.৩০ পিএম
নিউজক্রিকেট২৪/ এমএস