নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের ক্রিকেটের বর্তমান প্রজন্মের অন্যতম সেরা পেসার নাহিদ রানা। চমৎকার গতি সুইং এবং ভেরিয়েশন দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ আলোচিত তিনি। অন্যদিকে স্পিন ভেলকি দিয়ে বছরজুড়ে লাইমলাইটে আছেন লেগস্পিনার রিশাদ হোসেন। তাদের এই সামর্থ্যে আস্থা রেখে তাই আগ্রহ দেখাচ্ছে বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি ক্রিকেটও।
এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন নাহিদ এবং রিশাদ হোসেন। নাহিদকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। আর রিশাদকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। পিএসএলে খেলার জন্য বিসিবির কাছে এনওসি চেয়ে আবেদন করেছেন দুজনে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস।
নাহিদ রানা এবং রিশাদ ছাড়াও পিএসএলে দল পেয়েছেন ব্যাটার লিটন দাস। তবে লিটন এখনো এনওসি চেয়ে বিসিবির কাছে আবেদন করেননি। তবে শীঘ্রই তিনিও আবেদন করবেন বলে জানা গেছে। করাচি কিংসের হয়ে খেলার কথা রয়েছে লিটনের। আগামী ১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত চলবে পিএসএলের এবারের আসর। রিশাদ অবশ্য এর আগে বিগব্যাশে দল পেলেও জাতীয় দলের সিরিজ এবং বিপিএলের কারণে অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়া হয়নি তার।
এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী এপ্রিলে বাংলাদেশে আসার কথা রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের। এই সিরিজের কারণে নাহিদ রানা, রিশাদ এবং লিটন পিএসএলে খেলতে যেতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় তারা জাতীয় দলের সিরিজকেই প্রাধান্য দেবেন বলে মনে করছে বিসিবি।
আরএ/নিউজক্রিকেট২৪