তামিম ইকবালের সেঞ্চুরিতে জিতল মোহামেডান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঢাকা প্রিমিয়ার লিগ-ডিপিএলে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে আবাহনি লিমিটেড। অন্যদিকে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অফ রুপগঞ্জ। আর ব্রাদার্স ইউনিয়নকে ৯ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের মোহামেডান স্পোর্টিং ক্লাব।

মিরপুরে টসে জিতে প্রতিপক্ষ পার্টেক্স স্পোর্টিংকে ব্যাটিংয়ে পাঠায় আবাহনি লিমিটেড। এদিন ম্যাচে কোন ভাবেই সুবিধা করতে পারেনি সাব্বির রহমানের দল। ৩৩ ওভার ১ বলে দলীয় ১০০ রান করে অলয়াউট হয় সাব্বিররা। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন ওপেনার জয়রাজ শেখ। আর জবাবে ব্যাট করতে নেমে ওপেনার পারভেজ হোসেন ইমনের ফিফটিতে হেসে খেলে জয় পায় আবাহনি। ১৪ ওভার ১ বলে ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় নাজমুলের দল।

অন্যদিকে বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্যাটে বলের জাদু দেখিয়েছে তামিম ইকবালের মোহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন ম্যাচে টসে জিতে ফিল্ডংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়নকে মাত্র ১৮৭ রানে অলআউট করে তামিমের দল। ১০ ওভারে ৩১ রানের খরচায় ৪ উইকেট নেন তাইজুল ইসলাম আর ৩টি শিকার করেন আবু হায়দার রনি।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মেহেদি মিরাজের উইকেট হারায় মোহামেডান। তবে এরপরে আর পেছনে তাকাতে হয়নি তামিম, অংকনদের। প্রতিপক্ষ বোলারদের তুনোধুনো করে আসরে আরো একটি সেঞ্চুরি তুলে নেন তামিম। ১০৫ রান করে আউট হন তামিম আর ৯৬ বলে ৭৫ রান করেন অংকন। ৯ উইকেট হাতে রেখেই জয় দিয়ে মাঠে ছাড়ে মোহামেডান।

বিকেএসপির ৪ নম্বর মাঠে আরেক ম্যাচে মুখোমুখি হয় প্রাইম ব্যাংক ও লিজেন্ডস ওফ রুপগঞ্জ। আসরে সর্বোচ্চ রান করা প্রাইম ব্যাংক এই ম্যাচে গুড়িয়ে যায় মাত্র ১৫৪ রানের। নাইম শেখ একাই করেন ৮৩ বলে ৮১ রান। ১৫৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে তানজিম তামিম ও সৌম্য সরকারের ব্যাটিং নৈপূন্যে ৮ উইকেট হাতে রেখেই জয় পায় রুপগঞ্জ।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »