চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ভারত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫১ রান তোলে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ফিফটিতে ৬ বল হাতে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা ঘরে তোলে ভারত।

১৩ বছরের অপেক্ষার অবসান নাকি, ২৫ বছরে অপেক্ষার অবসান?  এই প্রশ্নের উত্তরের খোঁজেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার (০৯ মার্চ ) মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টের শুরু থেকেই ফেভারিট ছিল ভারত। শেষ পর্যন্ত শেষ হাসি ভারতেরই। চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা জয়ের আনন্দে ভাসে রোহিতের দল।

২৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই রোহিত শর্মা ও শুবম্যান গিল ম্যাচের নিয়ন্ত্রণ নিজের দিকে নিয়ে নেন। রোহিতের ৪১ বলে ৫০ রানের ইনিংসে উদ্বোধনী জুটিতে আসে ১০৫ রান। গিল ৩১ রান করে আউট হলে ভাঙ্গে এই জুটি।

বিরাট কোহলি ১রান করে ফিরে যান। সেঞ্চুরির দিকে এগুতে থাকা রোহিত ৭৬ রান দলীয় ১২২ রানে আউট হন। চতুর্থ উইকেটে অক্ষর প্যাটেল ও শ্রেয়াশ আইয়ারের ব্যাটে ভারত জয়ের দিকে এগিয়ে যায়। আইয়ার ৪৮ রানে আউট হলে ভাঙ্গে ৬১ রানের জুটি। অক্ষর প্যাটেল ২৯ রান করে আউট হলে ২০৩ রানে পঞ্চম উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত। লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার ৩৮ রানের জুটি এই চাপ কমিয়ে দেয়। পান্ডিয়া ১৮ রান করে আউট হন। জাদেজা ও রাহুল ১ ওভার হাতে রেখে ২৫৪ রান তুলে জয় নিশ্চিত করে ভারত

এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৭ রান আসে উইল ইয়ং ও রচিন রাভিন্দ্রার ব্যাট থেকে। ইয়ং ১৫, রাচিন ৩৭ আর কেন উইলিয়ামসন ১১ রান করে অল্প সময়ের ব্যবধানে আউট হন।এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। এর মধ্যেই ফিফটির দেখা পান ড্যারেল মিচেল ও মাইকের ব্রেসওয়েল। মিচেল ৬৩ রান করে আউট হলেও ব্রেসওয়েল ৪০ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। এছাড়া গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে ৩৪ রান। ৫০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ দাড়ায় ৭ উইকেটে ২৫১ রান। ভারতের ভরুন চক্রবর্তী এবং কুলদ্বিপ জাদব ২টি করে এবং শামি ও রবিন্দ্র জাদেজা ১টি করে উইকেট নেন।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »