নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অকল্যান্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। কিউইদের ৭২ রানে হারিয়েছে অজিরা।
ইডেন পার্কে হেরে জিতে ব্যাট করতে নেমে ১৯ দশমিক ৫ ওভারে ১৭৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ট্রাভিস হেড ২২ বলে ৪৫ ও প্যাট কামিন্স ২২ বলে ২৮ রান করেন। কিউই বোলার ফার্গুসন ৪টি এবং মিলনে, সিয়ার্স ও স্যান্টনার সবাই ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেনে অজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি কিউইরা। ১৭ ওভারে ১০২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস ৩৫ বলে ৪২ রান করেন। অজি বোলার জাম্পা ৪টি, এলিস ২টি এবং হ্যাজালউড, কামিন্স ও মিচেল মার্শ সবাই ১টি করে উইকেট নেন।
নিউজক্রিকেট২৪/আরএ