নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করলে আগামী টি-টোয়ন্টি বিশ্বকাপে দলে সুযোগ পাওয়া পথ খোলা রয়েছে। তবে শুধু মাত্র বিপিএলের পারফরম্যান্স কিংবা একটা টুর্নামেন্ট বিশ্বকাপ দলের সুযোগ পাওয়ার মাপকাঠি হতে পারে না। বিশ্বকাপের আগে সিরিজগুলোর পারফরম্যান্সও দেখা হবে। শনিবার (১৩ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসসব কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনজাজুল আবেদিন নান্নু।
টি-টোয়িন্টি বিশ্বকাপ শুরু হতে হাতে পাঁচ মাসেরও কম সময় বাকি আছে। আর আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তাইতো এখন থেকেই শুরু হয়েছে বিশ্বকাপ প্রস্তুতির ভাবনা।
বিপিএলে ভালো করলে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সম্ভাবনাও তৈরি হবে। তবে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন শুধুমাত্র একটা টুর্নামেন্ট দিয়ে বিশ্বকাপের মতো বড় মঞ্চের দল নির্বাচন করা কঠিন। নান্নু বলেন, ‘বিশ্বকাপের বছর, পরিকল্পা করা হচ্ছে। শুধুমাত্র একটা টুর্নামেন্ট দিয়ে তো বিশ্বকাপ কথা চিন্তা করা যায় না। বিশ্বম্বকাপের মতো বড় মঞ্চে অনেক চ্যালেঞ্জ থাকে এর সাথে অনেক কিছু জড়িত থাকে। আগে বিপিএল শেষ হোক তারপর বিশ্বকাপের পরিকল্পনা করা যাবে।’
হাতে সময় কম থাকায় বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে শুরু করেছেন টিম ম্যানেজমেন্ট। দল গোছাতে বিশ্বকাপের আগে সিরিজ গুলোও বেশ ভালোভাবে বিবেচনা করে পরিকল্পনা সাজোতে চান প্রধান নির্বাচক। নান্নু বলেন, ‘বিশ্বকাপের আগে অনেকগুলো সিরিজ আছে। এই সিরিজগুলো নিয়ে এখন চিন্তা ভাবনা করা হচ্ছে। বিশ্বকাপের যে পরিকল্পনা সেটা কিন্তু সবসময় চিন্তার মধ্যে থাকে। টিম ম্যানেজমেন্টর সঙ্গে আলোচনা হতে থাকে। কিভাবে আগাবো কিভাবে কি করবো ওভাবেই পরিকল্পনা করা থাকে।’
নির্বাচক প্যানেলে মেয়াদ হয়েছে ৩১ ডিসেম্বর। নান্নু জানিয়েছেন বোর্ড থেকে সিদ্ধান্ত জানানোর আগ পর্যন্ত দায়িত্ব পালনের জন্য তাদের বলা হয়েছে।
নিউজক্রিকেট২৪/আরএ