ফিটনেস নিয়ে শঙ্কিত লিভিংস্টোন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সাদা পোশাকে অভিষেক হয়ে যেতে পারে ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোনের।

তবে, পাকিস্তান সিরিজ শুরুর আগে দুঃসংবাদ দিলেন এই ব্যাটার। লিভিংস্টোন নিজেই জানিয়েছেন এখনো নিজের ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কিত তিনি। পুরোপুরি ফিট হতে পারেননি এখনো।

নিজের বর্তমান ফিটনেসের ব্যাপারে লিভিংস্টোন জানান: ‘আমি শতভাগ ফিট নই। আমি পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফিট ছিলাম না। কিন্তু আমাদের কঠোর পরিশ্রম কাজে দিয়েছে এবং আমরা এই মেগা টুর্নামেন্টের শিরোপা জিতেছি।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দল শিরোপা জিতলেও ব্যাট হাতে প্রত্যাশিত ভাবে খেলতে দেখা যায়নি লিভিংস্টোনকে। ৫ ইনিংস ব্যাট করে মাত্র ৫৫ করেন এই ব্যাটার।

তবে লিভিংস্টোন আশাবাদী পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন তিনি। সাদা পোশাকের শুরুটা স্বপ্নের মতো করতে চান লিভিংস্টন

উল্লেখ্য, পহেলা ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »