রাহীর পরিবর্তে বরিশাল দলে সালাউদ্দিন শাকিল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

রাহীর পরিবর্তে বরিশাল দলে সালাউদ্দিন শাকিল-

গতকাল বঙ্গবন্ধু টি-২০ কাপে দিনের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর মুখোমুখি হয়েছিলো ফরচুন বরিশাল। ম্যাচের প্রথম ইনিংসে বল করতে গিয়ে ইঞ্জুরিতে পড়েন ফরচুন বরিশালের পেসার আবু জায়েদ রাহী।

রাহীর ইঞ্জুরি জানা গেছে ততটা গুরুত্বর নয়। তবে তাকে অন্তত ১৫ দিন মাঠের বাইরে থাকতে হবে।  তাকে  পর্যবেক্ষণে রাখা হবে। তার পরিবর্তে বরিশাল ইতিমধ্যে একজনকে দলে ভিড়িয়েছে। তিনি ঘরোয়া ক্রিকেটের বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিল।

সালাউদ্দিন শাকিলকে বরিশাল দলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে নিশ্চিত করেছেন বরিশালের ফিজিও জয় বিশ্বাস।

রাহির ইঞ্জুরির ব্যাপারে  তিনি বলেন,’আবু জায়েদ রাহি গতকালের ম্যাচে পায়ের মাসলের চোটে পড়েছেন। তাঁর ইনজুরিটি প্রথম গ্রেডের। তাঁর ক্রিকেটে ফিরতে অন্তত ১৫ দিন লাগবে।’

শাকিলকে প্রথমে করোনাভাইরাস পরীক্ষা দিয়ে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে হবে। পজেটিভ এলেই দলের সাথে যোগ দিতে পারবেন।

নিউজক্রিকেট/আরআর

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »