যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের ভাবনায় গ্রেগ বার্কলে

ডেস্ক রিপোর্ট »

সদ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর নতুন দায়িত্ব পেয়েছেন গ্রেগ বার্কলে। দুই দফার ভোটে পাকিস্তানের ইমরান খানকে হারিয়ে আইসিসির নতুন চেয়ারম্যান এখন গ্রেগ বার্কলে।

দায়িত্ব হাতে পাবার পরই যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা সম্পর্কে জানান তিনি। ফুটবলের মতো ক্রিকেটকেও বিশ্বে ছড়িয়ে দিতে তার বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি। ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের সাথে স্বাগতিক হিসেবে কিংবা এককভাবে যুক্তরাষ্ট্রে ক্রিকেট আয়োজন করতে চান গ্রেগ।

 

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা হয়তো একটা বিশ্বকাপের স্বাগতিক অথবা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সহ স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্রকে রাখতে পারি। আমাদের ক্রিকেট থেকে সর্বোচ্চটা বের করে আনার চেষ্টা করতে হবে।’

 

করোনায় বিপর্যস্ত পুরো দুনিয়া। ক্রীড়াঙ্গনেও এটি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। ক্রিকেটে পরিবর্তন আনতে হয়েছে বিশ্বকাপ সহ বিভিন্ন দিপাক্ষিক সিরিজের শিডিউলে। তবে এসব ক্ষতিগ্রস্ত শিডিউল ঠিক করতে চান বার্কলে।

 

তিনি বলেন, ‘আমরা আসলে টুর্নামেন্টের জন্য কোনো ক্যালেন্ডার তৈরি করতে পারিনি। ছয়, সাত নাকি আটটি ইভেন্ট হবে এটি নিয়ে অনেক ধরনের ধারণা রয়েছে। সত্যিই আমার কোনো পছন্দ নেই। আমি কেবল এটা নিশ্চিত করতে চাই, আমরা যাই করি আমরা ক্রিকেটের জন্য সর্বোত্তম ফলাফলটা বের করতে চাই। আমি জানি অনেক জোড়ালোভাবে আটটি ইভেন্ট আয়োজনের চেষ্টা হবে যাতে ব্যবসায়কিভাবে আইসিসি সফল হতে পারে এবং বেশি টাকা আসে।’

 

সাবেক নিউজিল্যান্ডের এই বোর্ড প্রধান মনে করেন ক্রিকেটারদের দিক চিন্তা করে ক্রিকেট ক্যালেন্ডার আরো কমিয়ে আনতে।

 

তিনি বলেন, ‘আমার মনে হয় না আমরা ক্রিকেট এবং ক্রিকেটীয় ফলাফলের কথা খুব বেশি চিন্তা করেছি। বিশেষত ক্রিকেটারদের দিক থেকে তারা এত ক্রিকেট খেলতে পারবে না। শুধুমাত্র স্বাস্থ্য, সুরক্ষা ও কল্যাণর দিক থেকে। এটা টেকসই না। আমার মনে হয় এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের সেরা অ্যাথলেটরা যাতে বিশ্বমঞ্চে তাদের মেলে ধরতে পারে সেটার ব্যবস্থা করতে হবে। ক্রিকেটের বাইরেও তাদের বাঁচতে দিতে হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »