নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনাভাইরাসের জন্য করা জৈব সুরক্ষা থেকে ৫ ক্রিকেটাকে ছেড়ে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। ওয়ানডে দল ও কাউন্টি দলের সাথে যোগ দেয়ার জন্য তাদের ছেড়ে দেয়া হয়েছে।
ইংল্যান্ড বনাম উইন্ডিজের হওয়া ৩ ম্যাচের শেষ টেষ্ট ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সে ম্যাচের লিস্টে না থাকা ৫ ক্রিকেটারকে জৈব সুরক্ষা হোটেল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
এই ৫ ক্রিকেটার হলেন জো ডেনলি, ড্যান লরেন্স, ক্রেইগ ওভারটন, অলি রবিনসন এবং ওলি স্টোন। তাদের মধ্য ডেনলিকে ওয়ানডে দলের সাথে যোগ দেয়ার জন্য বলা হয়। অন্যদিকে বাকি ৪ ক্রিকেটারকে কাউন্টি ক্রিকেটের জন্য ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য, উন্ডিজের সাথে এই টেষ্ট সিরিজের পর পরেই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আয়ারল্যান্ড। সে সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে ইংল্যান্ড প্রস্তুতি শুরু করে দিচ্ছে।
নিউজক্রিকেট/আরআর