কে এম আবু হুরায়রা »
আজকের ক্রিকেট
আন্তর্জাতিক ক্রিকেটঃ
১
আমেরিকা বনাম ওমান।
৪র্থ ওডিআই।
কীর্তিপুর, নেপাল
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লীগ ২০১৯-২০২০ এর ৫ম ম্যাচে কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় ৯টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে আমেরিকা এবং ওমান।
২
নিউজিল্যান্ড বনাম ভারত
৩য় ওডিআই
মাউন্ট মাউঙ্গানি, নিউজিল্যান্ড।
ভারতীয় ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরের ৩ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ সময় সকাল ৮’টায় মাউন্ট মাউঙ্গানির বাউ ওভালে স্বাগতিক নিউজিল্যান্ড দলের মুখোমুখি হবে ভারতীয় দল।
৩
নিউ সাউথ ওয়েলস বনাম ইংল্যান্ড লায়ন্স
৫ম আন অফিসিয়াল ওডিআই
সিডনি, অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময় ভোর ৫’টা।