‌বি‌সিএ‌লের তৃতীয় দি‌নের হালচাল

শোয়েব আক্তার »

বাংলা‌দেশ ক্রি‌কেট লিগ বা বি‌সিএ‌লে আজ‌কের দিনটা ছিল রান বন্যার এক‌টি দিন! দুই ম্যা‌চে সর্ব‌মোট চার‌টি সেঞ্চু‌রি হ‌য়ে‌ছে আজ। চট্টগ্রা‌মের জহুর আহ‌মেদ চৌধু‌রি স্টেডিয়া‌মে সাউথ‌জোন ও নর্থ‌জো‌নের মধ্যকার প্রথম ম্যা‌চে সাউথ‌জো‌নের প‌ক্ষে তিন‌টি সেঞ্চু‌রি হ‌য়ে‌ছে। অপর দি‌কে মিরপুর শের-ই বাংলা স্টে‌ডিয়া‌মে দ্বিতীয় ম্যা‌চে গতকালকের ২২২ রা‌নের সা‌থে আজ আরও ১১২ রান যোগ ক‌রে‌ছেন তা‌মিম ইকবাল।

আ‌গের দি‌নে ১ উইকেট হা‌রি‌য়ে ৪০ রান করা সাউথ‌জো‌নের অপরা‌জিত দুই ব্যাটসম্যান শাহ‌রিয়ার নাফিস ও শামসুর রহমান সেঞ্চু‌রি তু‌লে নেন। শাহ‌রিয়ার না‌ফি‌সের ২৫১ বল থে‌কে ১১১ রা‌নের ইনিংস টি ১২ টি চা‌রে সাজা‌নো ছিল। আরিফুল হ‌কের করা ৮২ তম ওভা‌রের প্রথম ব‌লে জুনা‌য়েদ সি‌দ্দি‌কির হা‌তে ক্যাচ দি‌য়ে সাজঘ‌রে ফে‌রেন না‌ফিস। শাহ‌রিয়ার না‌ফি‌সের সা‌থে সমান তা‌লে পাল্লা দি‌য়ে সেঞ্চু‌রি তু‌লে নেন শামসুর রহমান ও। ২২২ বল থে‌কে ১০৯ রান করার পর তি‌নি ও আরিফুল হ‌কের ব‌লে বোল্ড হ‌য়ে প্যা‌ভি‌লিয়‌নে ফেরত যান।

এরপর আগের দিন রিটায়ার হার্ট হওয়া এনাম‌ুল হক বিজয় ও ম‌াহমুদুল্লাহ রিয়াদ জু‌টি গ‌ড়েন। রিয়াদ মাত্র ৭০ বল থে‌কে ১০০ ও বিজয় ৫৯ বল থে‌কে ৬৪ রান করার পর সাউথ জোন ৩৯৮ রা‌নে ইনিংস ঘোষণা ক‌রে। ৪৫৪ রা‌নের টা‌র্গে‌টে ব্যাট কর‌তে নে‌মে বিনা উইকে‌টে ২২ রান নি‌য়ে দি‌নের খেলা শেষ ক‌রে‌ছে নর্থ‌জোন। দুই অপরা‌জিত ব্যাটসম্যান র‌ণি তালুকদার-৭ ও মিজানুর রহমান ১৫ রান নি‌য়ে আগামীকাল শেষ দি‌নে ব্যা‌টিং কর‌তে মা‌ঠে নাম‌বেন।

‌বি‌সিএ‌লের দ্বিতীয় ম্যা‌চে ইতিহাস রচনা ক‌রে চ‌লে‌ছেন জাতীয় দ‌লের তারকা ও‌পেনার তা‌মিম ইকবাল। মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হি‌সে‌বে ফার্স্টক্লাস ক্রি‌কে‌টে ত্রিপল সেঞ্চু‌রি তু‌লে নি‌য়ে‌ছেন তি‌নি। এরআ‌গে ২০০৭ সা‌লে র‌কিবুল হাসান প্রথম ত্রিপল সেঞ্চু‌রি করার কৃ‌তিত্ব দেখান। আগের দি‌নের ২২২ রা‌নের পর আজ আরও ১১২ রান যোগ ক‌রে ৩৩৪ রা‌নে অপরা‌জিত থা‌কেন তি‌নি। ৪২৬ বল থে‌কে এইরান নি‌তে তা‌মিম ৪২ টি চার ও ৩ টি ছয় হাঁকান। তা‌মিম ইকবা‌লের ৩৩৪ রান খেন পর্যন্ত বাংলা‌দে‌শের যে‌কোন ব্যাটসম্যা‌নের প‌ক্ষে স‌র্বোচ্চ। এছাড়া ইয়া‌সির আলির অপরা‌জিত ৬২(১৭২) রা‌নের সুবা‌দে দুই উইকে‌টে ৫৫৫ রা‌নে ইনিংস ঘোষণা ক‌রে ইসলা‌মি ব্যাংক ইস্ট জোন।

৩১২ রা‌নে পি‌ছি‌য়ে থে‌কে নিজে‌দের দ্বিতীয় ইনিং‌সে ব্যা‌টিং কর‌তে নে‌মে শুরু‌তেই উইকেট হারায় সেন্ট্রাল জোন। সপ্তম ওভা‌রেই ব্য‌ক্তিগত ৪ রা‌নে সৌম্য সরকার কে ফেরান আবু জা‌য়েদ রা‌হি। ২২ তম ওভা‌রে আরেক ও‌পেনার সাইফ হাসান কে ব্য‌ক্তিগত ৩৩ রা‌নে আউট ক‌রেন নাঈম হাসান। অর্ধ-শতক তু‌লে নেওয়া নাজমুল হো‌সেন শান্ত‌কে ইনিং‌সের ৩৬তম ওভা‌রে রা‌হির ক্যাচ বা‌নি‌য়ে আবারও ব্রেক থ্রু এনে দেন নাইম হাসান।

‌দি‌নশে‌ষে সেন্ট্রাল জোন ৩ উইকেট হা‌রি‌য়ে ১১৫ রান সংগ্রহ ক‌রে‌ছে। দুই অপরা‌জিত ব্যাটসম্যান র‌কিবুল হাসান-১৬ ও শ‌হিদুল ইসলাম-৭ রান নি‌য়ে ক্রি‌জে আছেন। ইনিংস ব্যবধা‌নে পরাজয় এড়া‌তে সেন্ট্রাল জো‌নের হ‌য়ে আগামীকাল শেষ দি‌নে ব্যাট কর‌তে মা‌ঠে নাম‌বেন এ দুজন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »