শোয়েব আক্তার »
অনিবার্য কারণ দেখিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ বা ডিপিএলের এবারের আসর পিছিয়ে দিচ্ছে বাংলাদেশ ক্রিবেট বোর্ড(বিসিবি)। একই সাথে খেলার ভেন্যুতেও আসতে যাচ্ছে পরিবর্তন। তবে, বিসিবি সূত্রে জানা গেছে করোনা ভাইরাস সতর্কতায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।
প্রথমবারের মতো কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে আয়োজনের কথা ছিল ডিপিএল। এছাড়া চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ও প্রথম তিনটি রাউন্ড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্ত এখন আর এসবের কিছুই হচ্ছে না। আগের মতো ফতুল্লা, মিরপুর ও বিকেএসপিতে অনুষ্ঠিত হবে ফার্স্ট ক্লাস মর্যাদা পাওয়া ৫০ ওভারে এ টুর্ণামেন্ট।
শুধু ভেন্যু পরিবর্তন নয়, ম্যাচের সময়ে ও পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি। আগামী ১৫ মার্চ ডিপিএল শুরু হওয়ার কথা থাকলেও দুই, তিন দিন পর শুরু হতে পারে ম্যাচ গুলো। তবে, লিগ শুরুর তারিখ এখনও চূড়ান্ত করেনি বোর্ড।
বিশ্ব ব্যাপী মহামারি আকার ধারন করেছে করোনা ভাইরাস। বিশ্বের প্রায় ১২০ টি’র ও অধিক দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। বাংলাদেশে ও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশ্ব ও এশিয়া একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টি সিরিজ ও বাতিল করে দিয়েছে বিসিবি।