৯ হাজারি ক্লাবে কাপালি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলার রেকর্ড বুকে নাম লেখালেন ডান হাতি ব্যাটসম্যান অলক কাপালি। প্রথম শ্রেণির ক্রিকেটে এক অন্যন্য রেকর্ড করলেন তিনি। দ্বিতীয় বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার রানের মাইফলক স্পর্শ করলেন অলক কাপালি। তার আগে এ কীর্তি গড়েছেন তুষার ইমরান।

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের খেলায় ঢাকা মেট্রোর বিপক্ষে এই রেকর্ড গড়েন সিলেট বিভাগের অধিনায়ক। আজকের ম্যাচের আগে কাপালির রান ছিলো ৮৯৮৭। অর্থাৎ ৯০০০ রান থেকে মাএ ১৩ রানে দূরে ছিলেন তিনি। সিলেটের হয়ে প্রথম ইনিংসে ৩২ রান সংগ্রহ করে ৯ হাজারী ক্লাবে লাম পৌঁছে যান তিনি।

অলক কাপালি ১৬৬ ম্যাচে, ২৭৪ ইনিংসে এ মাইলফলক স্পর্শ করেছেন। কাপালির সংগ্রহ ২০টি সেঞ্চুরি ও ৩৭টি অর্ধশতক এবং সর্বোচ্চ ২২৮ রান। তার আগে তুষার ইমরান এ রেকর্ড অর্জন করেন।

প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ২০১৭ সালেই ৯ হাজার রান পূর্ণ করেছিলেন তুষার ইমরান। তিনি মাএ ১৪৪ ম্যাচে, ২৪৭ ইনিংসে ও ২২ সেঞ্চুরিতে এ মাইলফলক স্পর্শ করেন। ৫ম রাউন্ড খেলার আগে তার রান ছিলো ১১ হাজার ৫৬৪ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »