‘৯’ বছর পর বাংলাদেশকে সিরিজ হারাল জিম্বাবুয়ে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

২৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে রেগিস চাকাবা ও সিকান্দার রাজার দুইশত রানের জুটিতে ম্যাচ জয় পাই জিম্বাবুয়ে। এদিন সেঞ্চুরির পর চাকাভা ফিরলেও প্রথম ওয়ানডের মতো এদিনও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রাজা।

মূলত রাজার অপরাজিত ১১৭ রানের ইনিংসের ওপর ভর করে ৫ উইকেটের জয় নিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে। ফলে ২০১৩ সালের পর প্রথমবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল স্বাগতিকরা।

দুই ওয়ানডে হারলেও ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে রীতিমতো রাজত্ব করছে বাংলাদেশ। দুইয়ে থাকা তামিমের দলকে সিরিজ হারিয়ে মাটিতে নামাল জিম্বাবুয়ে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »