৯ বছর ধরে একই চোট সাইফুদ্দিনের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস আক্রমণের অন্যতম এক ভরসার নাম এখন মোহাম্মদ সাইফুদ্দিন। দলের হয়ে বেশ ইকোনমিকাল বোলিং ও গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলকে এনে দিতে পারেন সাফল্য। এই বছর আইসিসি ক্রিকেট বিশ্বকাপেও ভালো পারফর্ম করেছেন সাইফুদ্দিন। আবার তার ব্যাটিং দিয়ে দলকে সার্ভিস দিতে পারেন। এমনকি শোনা যাচ্ছে যে, সাইফুদ্দিনের নাম আগামী আইপিএল এর নিলামে উঠতে পারে। তবে এই পেসার এখন ভুগছেন এক অদ্ভুত ইনজুরিতে। এমন এক চোট যে দেশের চিকিৎসকরা ধরতেই পারছেন না তার চোটের আসল ধরন।

বাংলাদেশ দলে পেসারদের অনূপ্রেরণার নাম হচ্ছে মাশরাফি বিন মর্তুজা। তিনি কিনা এত ইনজুরিতে পড়ে এত অস্ত্রোপচারের পরও তিনি ক্রিকেটকে বিদায় জানাননি। এত অস্ত্রোপচারের পর যে ক্রিকেট চালিয়ে নেয়া যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে মাশরাফি বিন মর্তুজা। আবার অতিরিক্ত মনোযোগী বা নিবেদন যে কাল‌ হয় তার এক উদাহরণ হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন। ২০১০ সাল থেকে চোটকে সঙ্গী করে নিয়ে বেড়াচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন। দীর্ঘদিন ধরে একই সমস্যায় ভুগছেন যা এখন অনেক জটিল রূপ ধারণ করেছে। সাইফুদ্দিনের মূল সমস্যা হলো শিরদাঁড়া রং দুই কশেরুকার মাঝখানে তীব্র ব্যথা হচ্ছে। এই ইনজুরির নাম হচ্ছে ফ্যাসেট জয়েন্ট সিনড্রোম।

তার এমন এক চোট হয়েছে যে দেশের চিকিৎসকরা পর্যন্ত বুঝতে পারছেন না যে তাকে কিভাবে এই চোটমুক্ত করা যায়। তবে তার এই সমস্যা সমাধানের একটি উপায় আছে তবে সেই চিকিৎসাও দীর্ঘ। তার এই সমস্যা দূর করা যাবে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবোলেশনের মাধ্যমে। তবে এর জন্য থাকতে অনেক সময় ইংল্যান্ড বা অষ্ট্রেলিয়াতে। যেখানে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তার ছোট সারাতে হবে।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ” সাইফ ৯ বছর ধরে চোটকে সাথে নিয়ে ঘুরছেন। ইনজেকশন দিয়ে ব্যথা কমিয়ে খেলা গেলেও দীর্ঘ সময় তা ক্ষতির কারণ হবে। সে ৯ বছর ধরে আমাদের এই সমস্যার কথা বলে আসছে। তবে তার এই ইনজুরির সমস্যা আগে বের করতে হবে। এর জন্য বাইরে কোথাও পাঠিয়ে চিকিৎসা করাতে হবে বায়োমেকানিকাল পরীক্ষা করার জন্য। তার এই চিকিৎসা আমাদের দেশের পক্ষে সম্ভব না। আমরা বাইরের চিকিৎসকদের নির্দেশনা অনুসরণ করবো। যা তার ক্যারিয়ারের জন্য ভালো হবে।”

সম্ভবনাময় এই পেসার বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদ হতে পারতো। তবে তার এই ইনজুরি বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »