৮ দিন সময় ব্যায়ে তৈরি হচ্ছে গোলাপি বল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২২ নভেম্বর শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক ইডেন টেস্ট। যাকে নিয়ে সমর্থকমহলে কৌতুহলের পাহাড়। কেমন হবে এ-ই দিবা-রাত্রি টেস্ট? কি কি থাকবে চমক হিসেবে? কেমন হবে গোলাপি বল? -হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। গণমাধ্যমেও চলছে তোলপাড়। ভারতীয় উপমহাদেশে প্রথম বারের মতো গোলাপি বলে দিবারাত্রি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

যদিও বা দিবারাত্রি ম্যাচ আগেও হয়েছে৷ তবে সেগুলো সব হয়েছে কোকাবুরা গোলাপি বলে। আর এবার হবে এসজি বলে। আর বলগুলো তৈরি হচ্ছে উত্তরপ্রদেশের মিরাটে এসজি ফ্যাক্টরিতে৷ তাই সবার আলাদা নজর এসজি ফ্যাক্টরির দিকেই। পূর্বে কোন আন্তর্জাতিক ম্যাচে এসজি’র গোলাপি বল ব্যবহার করা হয়নি। কেনোনা, এসজি’র বলের সিম নিয়ে শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন খেলোয়াড়েরা। তবে পূর্ব থেকে চুক্তি থাকার সুবাদে এবার গোলাপি বল তৈরির দায়িত্ব এসজি পেয়েছেন।

মানের ব্যাপারে গণমাধ্যমকে এসজি’র মার্কেটিং ডিরেক্টর পরশ আনন্দ বলেন, ‘আমি মনে করি আমাদের এবারের তৈরি গোলাপি বল ভারতের মাটিতে ক্রিকেটে নতুন বিপ্লব সৃষ্টি করবে।’
রঙের ব্যাপারে বলেন, ‘লাল আর গোলাপি বলে শুধু রঙটাই মূল বিষয়। কেননা লালের চাইতে গোলাপি বলের উজ্জ্বলতা বেশি।’ আর ফ্লাডলাইটে অত্যধিক দৃশ্যমান হওয়ার জন্য বলের উজ্জ্বলতার দিকেও বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, ‘বলের সিমের প্রতি অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। যার সুফল ইতিমধ্যে দ.আফ্রিকা টেস্টে লাল বলে যাদবরা পেয়েছেন। আমি আশা রাখছি গোলাপি বলেরটা আরো ভালো হবে।’

পরশের মন্তব্য এবারের গোলাপি বলের সিম অনেক দীর্ঘ সময় স্থায়ী হবে৷ এক্ষেত্রে যারা বেশি গতিতে বল করতে পারে তারা আলাদা সুবিধা পাবে। বিসিসিআই ৬ ডজন গোলাপি বলের অর্ডার করেছেন৷ গোলাপি বলে এবার এসজি’র মুখে হাসি ফুঁটেছে। তবে কষ্টকর ও বটে, ব্যয় হচ্ছে দীর্ঘ সময়। প্রত্যেকটা বল তৈরিতে সময় লাগছে ৮দিন করে৷ এ ব্যাপারে তিনি বলেন, ‘গোলাপি বল তৈরি বেশ সময়সাপেক্ষ। ক্রিড়াপ্রেমীদের ও এই দিবারাত্রির টেস্ট নিয়ে আগ্রহের কমতি নেই।’ অপেক্ষা সেই মাহিন্দ্রক্ষণের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »