সানিউজ্জামান সরল »
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের ব্যাটিং রেকর্ডের বরপুত্র বলা হয় তামিম ইকবালকে। বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিংয়ে সিংহভাগ রেকর্ডই যেন বাঁহাতি এই ওপেনারকে ঘিরেই। এর জন্যই তাকে দেশের ক্রিকেটের সবচেয়ে সফল ব্যাটসম্যান বলা হয়। ব্যাটিংয়ে যত রেকর্ড বা মাইলফলক, সব যেন আগেভাগেই করেন তামিম। এই ধারাবাহিকতাই, আজ আবারো এক অনন্য রেকর্ড গড়লেন তিনি। ১ম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল।
আজ (৩ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ২য় ওয়ানডে খেলতে বেলা ১ টায় মাঠে নেমেছিলো বাংলাদেশ। ব্যাট করতে নামা তামিম যেন ছিলেন শুরু থেকেই দুর্দান্ত। সময় যাওয়ার সাথে সাথে তামিমের ব্যাটে যেন আরো ধার বাড়তে থাকে। আক্রমনাত্মক খেলে নিজের চেনা রূপে ফিরে আসার জানান দিয়ে, দীর্ঘ ৯ মাস ও ৭ ম্যাচের অপেক্ষা কাটিয়ে তামিম তুলে নেন ক্যারিয়ারের ৪৮ তম অর্ধশতক। অর্ধশতক পূর্ণ করার যেন আরো উজ্জ্বল তামিমের ব্যাট। আক্রমনাত্মক ক্রিকেট খেলে অনন্য এক মাইলফলকও স্পর্শ করে ফেলেন দেশের ক্রিকেটের সবচেয়ে সফল এই ব্যাটসম্যান। পূর্ণ করেন ৭ হাজার রানের রেকর্ড।
একদিনের আন্তর্জাতিক ম্যাচে বিশ্ব ক্রিকেটের ১২ তম ওপেনার ও বাংলাদেশের ১ম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন তামিম। অনন্য এই মাইলফলক স্পর্শ করা থেকে ৮৪ রান দূরে থেকে সিরিজের ২য় ওয়ান্ডে খেলতে নামেন নামেন দেশসেরা এ ব্যাটসম্যান। আর শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকা তামিম বাউন্ডারির মাধ্যমে ৭ হাজার রানের এই অনন্য মাইলফলকটিতে নিজের নাম লেখান।
এখন পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৭ হাজার রান পূর্ণ করা ১২ জন ওপেনারঃ
শচীন টেন্ডুলকার, সনাৎ জয়াসুরিয়া, ক্রিস গেইল, এড্যাম গিলক্রিস্ট, সৌরভ গাঙ্গুলি, হাইনেস, সাঈদ আনোয়ার, হাশিম আমলা,বীরেন্দর শেওয়াগ, তিলকারত্মে দিলশান, রোহিত শর্মা ও তামিম ইকবাল।