৭ দলের অধিনায়ক চুড়ান্ত, ট্রফির দেখা মেলেনি এখনও

কে এম আবু হুরায়রা »

বিপিএল এর দামামা বেজে উঠেছে। দেশ এখন মেতে উঠেছে ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ এই আসরের আমেজে। উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হলেও মাঠে ক্রিকেটের ব্যটে-বলের লড়াইয়ের শুরুটা হবে আগামীকাল।

আগামী বুধবার (১১’ই ডিসেম্বর) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল এর মূল লড়াই। তাই এরই মধ্যে সব দলই চুড়ান্ত করেছে তাদের অধিনায়ক।

এবারের বঙ্গবন্ধু বিপিএল এ সাত দলের মধ্যে ৪টি দল অধিনায়ক হিসেবে দেশীয় ক্রিকেটারদের উপরই ভরসা করেছেন৷ তবে অপর ৩টি দলের আস্থা বিদেশি ক্রিকেটারেই।

এবারের আসরে ঢাকা প্লাটুনের অধিনায়ক হিসেবে আস্থা রেখেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফির উপরেই। কুমিল্লা ওয়ারিয়র্স এক্ষেত্রে ভরসা করেছেন লংকান ক্রিকেটার দাসুন শানাকার উপর।

অপরদিকে রাজশাহী রয়্যালসও আস্থা রেখেছেন বিদেশি ক্রিকেটারের উপর। রাজশাহীর এবারের আসরের অধিনায়ক ক্যারিবিয়ান দানব আন্দ্রে রাসেল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক নিয়ে বেশী একটা ভাবতে হয়নি৷ কারন সে দলেই আছেন বাংলাদেশ জাতীয় দলের টি২০ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাই অনুমিত ভাবেই চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সিলেট থান্ডারের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত, খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম এবং রংপুর রেঞ্জার্সের অধিনায়ক আফগানিস্তানের সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া অধিনায়ক মোহাম্মদ নাবী।

তবে সব কিছু ঠিক ঠাক থাকলেও এখনও দেখা মেলেনি বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর ট্রফির। ট্রফি ঠিক কবে দেখা যাবে সেটিও নিশ্চিত করেননি কেউ। নিয়ম মাফিক উদ্বোধনী অনুষ্ঠানেই উন্মোচিত হওয়ার কথা ট্রফির৷ তবে খেলা মাঠে গড়ানোর ১দিন আগেও দেখা মেলেনি ট্রফির।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »