৬ উইকেটের জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

নিউজ ডেস্ক »

জয় দিয়েই টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হলো। আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল। ৯২ বল হাতে রেখে আফগানদের দেয়া ১৫৭ রানের সহজ লক্ষ্য টপকে যায় টিম টাইগার্স।

১৫৭ রানের সহজ লক্ষ্যমাত্রা ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৯ রানে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। তানজিদের বিদায়ের পর উইকেটে বেশিক্ষণ ঠিকতে পারেননি আরেক ওপেনার লিটন দাসও। দলীয় ২৭ রানের মাথায় ফারুকীর বলে আউট হন লিটন।

তবে তৃতীয় উইকেটে জুটিতে দারুণ এক পার্টনারশিপ গড়েন ইনফর্ম ব্যাটার মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। দুজনই তুলে নেন ফিফটি। ফলে রান চেজটা সহজ হয়ে যায় বাংলাদেশের জন্য। ৭৩ বলে ৫৭ রান করে মিরাজ আউট হলেও ৫৯ রান করে অপরাজিত থাকেন নাজমুল হোসেন শান্ত। ৫ নম্বরে ব্যাট করতে নামা দলীয় অধিনায়ক সাকিব ম্যাচটা শেষ করে আসতে পারেননি। ১৯ বলে ১৪ রান করে আউট হন সাকিব।

এর আগে বোলারদের দাপটে তাসের ঘরের মত ভেঙে পড়ে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ। সাকিব-মিরাজের দারুণ বোলিংয়ে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। সাকিব ও মিরাজ দুজনই ৩টি করে উইকেট নেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »