৫ ম্যাচে ৯ ক্যাচ মিসের কারণ জানেন না ডমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ দলের ব্যাটিং-বোলিংয়ে ভালো হলেও ফিল্ডিংটা হচ্ছে যাচ্ছে তাই। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে একের পর এক ক্যাচ মিসের কারণে ম্যাচ হারতে হয়েছে ৮ উইকেটে। ইনিংসের তৃতীয় বলেই ফিরতে পারছেন আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই।

জীবন পাওয়া জাজাই এরপর ৪৫ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। এরপর উসমান গনির দুটি ক্যাচ ছেড়েছেন নাইম শেখ ও আফিফ হোসেন ধ্রুব। যদিও প্রথম টি-টোয়েন্টি ১১ ক্যাচের মধ্যে ৯টিই লুফে নিয়ে উন্নতির ছাপ রেখেছিল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেই ফিল্ডিং উধাও। প্রায় প্রতিটি ম্যাচেই এমন ক্যাচ মিসের কারণ খুঁজে পাচ্ছেন না বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন,”সর্বশেষ ৫ ম্যাচে ৯টি ক্যাচ মিস হয়েছে। যদি জানতাম কেন হচ্ছে, তাহলে তো সেটা করত না কেউ। এটি মনোযোগের ব্যাপার, না আত্মবিশ্বাসের ব্যাপার, নাকি চাপের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার—আমি আসলে নিশ্চিত না। আমাদের শুধু ভুল না করার ব্যাপারটা নিশ্চিত করতে হবে। কারণ, ফিল্ডিংয়ে ভুল করেছি আমরা।”

নতুন ফিল্ডিং কোচ হয়ে আসছেন শেন ম্যাকডারমট। এর আগে লম্বা সময় কাজ করেছেন দক্ষিণ আফ্রিকান রায়ান কুক। ফিল্ডিংয়ের জন্য এতো নামি কোচ এলেও উন্নতি হচ্ছে না।
ডমিঙ্গো মনে করেন অনুশীলনের ঘাটতি থেকেই হাত ফসকাচ্ছে ক্যাচ।

তিনি বলেন,”বিশ্বকাপে সেটার (ক্যাচ হাতছাড়া করার) মাশুল দিতে হয়েছে, এখানেও দিতে হলো। টেস্ট ম্যাচেও ভুগিয়েছে, ক্যাচ মিস বেশি হয়ে যাচ্ছে। আপনি অনুশীলনে অনেক ক্যাচ নিতে পারেন, সব ড্রিল করতে পারেন, তবে নির্দিষ্ট দিনে ম্যাচের সময়ই ক্যাচ নিতে হবে। এটাই মূল কথা।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »