নিউজ ডেস্ক »
আইসিসির অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আমেরিকা অঞ্চলের কোয়ালিফায়ারে গতকাল আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দলকে ৪৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দল। এ ম্যাচে যুক্তরাষ্ট্রের করা ৫১৫ রানের জবাবে মাত্র ৬৫ রানে অলআউট হয়েছে আর্জেন্টিনা।
টস জিতে আগে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠায় আর্জেন্টিনা। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আর্জেন্টিনার বোলারদের উপর চড়াও হওয়া দলটি নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে সংগ্রহ করে ৫১৫ রান। যুক্তরাষ্ট্রের হয়ে সেঞ্চুরি করেন ভাবায়াওমিত মেহতা এবং ঋষি রমেশ। ওপেনিংয়ে ব্যাট করতে নামা মেহতা ৯১ বলে ১৪ চার ও তিন ছক্কায় ১৩৬ রান করেন। অধিনায়ক রমেশ ৫১ বলে খেলেন ১০০ রানের বিধ্বংসী ইনিংস।
শেষের দিকে আমেরিকান উইকেটরক্ষক আমগ আরিপালি ৩০ বলে ৪৮ এবং উৎকর্ষ শ্রিভাস্তাবা ২২ বলে ৪৫ রানের দুটি ক্যামিও ইনিংস খেললে যুক্তরাষ্ট্রের সংগ্রহ চলে যায় পাঁচশ’র ওপর।
বড় লক্ষ্যে তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৬৫ রানেই থেমে যায় আর্জেন্টিনার ইনিংস। ফলে ৪৫০ রানের বড় জয় পায় যুক্তরাষ্ট্র।