৩ দলের ওয়ানডে ম্যাচগুলো দেখা যাবে সরাসরি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ১১ অক্টোবর হতে শুরু হচ্ছে ৩ দলের এক মাত্র ওয়ানডে টুর্নামেন্ট। যেটাকে ঘরোয়া লিগের অংশ হিসেবে ধরা হচ্ছে। এই টুর্নামেন্টে খেলবেন জাতীয় দল, এইচপি ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার। দেশীয় ক্রিকেট ফেরার সাথে আরও খুশির খবর এই ম্যাচ গুলো দেখা যাবে সরাসরি।

দিন দলের নাম রাখা হয়েছে দিন অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদুল্লাহ ও নাজমুল হোসেন শান্তর নাম অনুসারে। এ দল গুলো একে ওপরের সাথে ২টি করে ম্যাচ খেলবে। শীর্ষে থাকা ২ দল মিলে ফাইনাল খেলবে। ফাইনাল হবে আগামী ২৩ অক্টোবর৷

৭টি ম্যাচই সরাসরি দেখা যাবে। বিসিবি সে সুযোগ করে দিচ্ছে। লিগ পর্বের ম্যাচগুলো ইউটিউবে লাইভ স্ট্রিমিং করা হবে বিসিবির ইউটিউব চ্যানেলে। তবে এসব পিচ ভিশন ক্যামেরা দিয়ে সম্প্রচার করা হবে। তবে ফাইনাল থাকছে চমক। ফাইনাল সরাসরি সম্প্রচার করা হবে টিভিতে। তবে কোন চ্যানেল তা এখনো নিশ্চিত নয়।

তিন দলের একাদশঃ-

মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।

স্ট্যান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।

নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ঈমন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

স্ট্যান্ড বাই: সুমন খান, সাদমান ইসলাম ও তানভীর ইসলাম।

তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক বিজয়, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।

স্ট্যান্ডবাই: শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদী হাসান রানা।

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »