৩৫০ রান তাড়া করেও জিততে পারব- শান্ত

স্টাফ রিপোর্টার »

ওয়ানডেতে ৩৫০ রান তাড়া করে ম্যাচ জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। গতকাল (শুক্রবার) নিজের করার দুর্দান্ত সেঞ্চুরির দিনে ৩২০ রান তাড়া করে ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করা শান্ত ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই আত্মবিশ্বাস প্রকাশ করেন।

গতকাল (শুক্রবার) বৃষ্টিবিঘ্নিত সিরিজের ২য় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে হ্যারি ট্যাক্টরের ক্যারিয়ার সেরা ১৪০  রানের ইনিংস এবং জর্জ ডকরেলের ঝড়ো অর্ধশতকে ভর করে নির্ধারিত ৪৫ ওভারে ৩১৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড।

৪৫ ওভারে ৩২০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উদ্ভোধনী ব্যাটার তামিম ইকবাল এবং লিটন দাসকে হারালেও চাপ সামলে সাবলীল ব্যাট চালান নাজমুল হোসেন শান্ত এবং তৌহিদ হৃদয়রা। অর্ধশতক তুলে নেওয়া হৃদয় ফিরে গেলেও শান্ত খেলেন ৯৩ বলে ১১৭ রানের দুর্দান্ত এক ম্যাচসেরা ইনিংস।

এই ম্যাচ জয়ে দারুণ আত্মবিশ্বাসী ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ” দেখেন আজকে ৩২০ রান তাড়া করে জিতলাম। আমরা যদি ৩২০ তাড়া করে জিততে পারি তাহলে ৩৫০ রান তাড়া করেও হয়ত জিততে পারব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »