নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের পোষ্টার বয়। ক্রিকেটের এই বাইশগজে হাজারও রেকর্ড ভাঙ্গা গড়ার কারিগর এই বিশ্বসেরা অলরাউন্ডার। মানুষ তো আজকাল তাকে সাকিব আল হাসান বলা বাদ দিয়ে রেকর্ড আল হাসান বলেই ডাকা শুরু করেছেন। একজন বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে বিশ্ব ক্রিকেটে এত সময় ধরে রাজত্ব করছে কেবল সাকিবই। সাকিব আল হাসানের শৈল্পিকতায় আরও একটি রং তুলির আচঁড় পড়লো। তিনি অবিরত এঁকে চলেছেন তাঁর বাইশগজের শিল্পকর্ম।
সাকিব আল হাসানের অসংখ্য রেকর্ডের তালিকায় নতুন করে যোগ হলো আরও একটি রেকর্ড। মোহাম্মদ নাবিকে যখন এলবিডব্লিউর ফাঁদে ফেললেন তখনই নাম লেখালেন রেকর্ডের খাতায়। বিশ্বের চতুর্থ বোলার হিসেবে টি-২০ তে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব যা করতে তার খেলতে হয়েছে ৩০২ টি টি-২০ ম্যাচ। তার উপরে আছেন কেবল তিন জন তারা হলেন ডোয়াইন ব্রাভো ( ৪৯০),লাসিথ মালিঙ্গা ( ৩৮৫), সুনীল নারিন ( ৩৭৬) ।
সেই সাথে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৪৫০০+ রান ও ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।