২-৩ বছর পর আর কেউ ওয়ানডে খেলবে নাঃ মঈন আলী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ওয়ানডে ফরম্যাটের ভবিষ্যৎ নিয়ে আলোচনার রেশ কাটছেই না। কেননা আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের ঠাসা সূচি নিয়ে একের পর এক বর্তমান এবং সাবেক ক্রিকেটাররা মুখ খুলতে শুরু করেছেন। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার মঈন আলীও এই ফরম্যাটকেই দুষছেন।

তাঁর মতে, আগামী ২-৩ বছরের মধ্যে আর কেউ এই ওয়ানডে ফরম্যাট খেলতে চাইবে না। এক আলাপচারিতাই এসব কথা জানান।

তিনি বলেন,”এটা যেভাবে চলছে, আমি মনে করি ৫০ ওভারের ক্রিকেটের প্রতি এখন আর আগের মতো সেই আগ্রহ কারো নেই। হ্যাঁ, ২০১৯ সালের বিশ্বকাপ জেতার পর আমি উপলব্ধি করতে পেরেছি যে এটা সত্যিকার অর্থেই খুব কঠিন। আমি মনে করি, দুই থেকে তিন বছরের মধ্যে কেউ এটা খেলতে চাইবে না।”

নিজের এমন দাবির যৌক্তিকতা বোঝাতে এই ইংলিশম্যান আরও বলেন,”এটা প্রায় এমনই যে আপনি টি-টোয়েন্টি খেলছেন, আপনি টেস্ট খেলছে; যা দুর্দান্ত এবং তারপর ৫০ ওভারের ম্যাচ ঠিক তার মাঝামাঝি অবস্থানে আছে। এই মুহুর্তে এটাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »