২৮২ রানে থামল ইংল্যান্ডের ইনিংস

নিউজ ডেস্ক »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

শুরুটা ভালোই হয়েছিলো ইংল্যান্ডের। ইনিংসের দ্বিতীয় বলেই ছক্কা মেরে রানের খাতা খুলেন বেয়ারস্টো। ভালো শুরুর পর দলীয় ৪০ রানে ডেভিড মালান ফিরে যান। এরপর উইকেটে আসেন অভিজ্ঞ ব্যাটার জো রুট। জো রুটের সাথে বেয়ারস্টো’র পার্টনারশিপটা জমেনি। দলীয় ৬৪ রানে মারমুখী ভঙ্গিতে খেলা বেয়ারস্টো ৩৩ রান করে আউট হোন।

দ্রুত রান তুলতে গিয়ে ইংলিশরা হারায় আরো দুই উইকেট। হ্যারি ব্রুক ও মইন আলী দ্রুত ফিরে গেলে চাপে পড়ে ইংল্যান্ড। তবে এরপরই হাল ধরেন জো রুট ও অধিনায়ক জস বাটলার। দুজনের ৭০ রানের পার্টনারশিপে বড় রানের স্বপ্ন দেখছিলো তারা। কিন্তু শেষের দিকে দ্রুত উইকেট হারালে ৫০ ওভার খেলতে পারা নিয়েই দেখা দেয় শঙ্কা। শেষ উইকেটে আদিল রাশিদ ও মার্ক উড গড়েন ৩৫ রানের পার্টনারশিপ। ফলে ৫০ ওভারে ২৮২ রানে গিয়ে থামে ইংল্যান্ডের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন জো রুট, অধিনায়ক বাটলারের ব্যাট থেকে আসে ৪২ রান।

নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি নেন ৩ উইকেট। জস ফিলিপসের শিকার ২ উইকেট।

২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করবে নিউজিল্যান্ড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »