নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের ২৫ বছর আগের পুরনো রেকর্ড ভাঙলেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ডটি এই মুহূর্তে শান্তর দখলে।
অধিনায়ক হিসেবে অভিষেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এতদিন ছিল আমিনুল ইসলাম বুলবুলের। ১৯৯৮ সালের মার্চে নেতৃত্বের অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে ৭০ রান করেছিলেন তিনি।
আজ (মঙ্গলবার) নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেন শান্ত। নেতৃত্বের অভিষেকে ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত শান্ত খেলেন ৭৬ রানের দারুণ একটি ইনিংস। আর তাতেই ভাঙা পড়ে যায় ২৫ বছর আগের গড়া আমিনুল ইসলাম বুলবুলের রেকর্ড।