২২ হাজার পরিবারের কাছে পৌঁছেছে শহীদ আফ্রিদি ফাউন্ডেশন

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের প্রকোপে পাকিস্তানে ২২ হাজার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পাকিস্তানি সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি’র গড়ে তোলা ” শহীদ আফ্রিদি ফাউন্ডেশন”।

করোনা পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে এশিয়ার দেশগুলোতে৷ ইউরোপের মতো ভয়াবহ না হলেও করোনা ভাইরাস বেশ অনেকটাই জেঁকে বসেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। এসময় দেশগুলিতে অর্থনৈতিক ব্যাবস্থা ভেঙ্গে পরেছে আশংকাজনকভাবে। দৈনিক শ্রমিকরা খেতে পাচ্ছেনা ঠিকমতো। তবে এসময় এগিয়ে এসেছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বেশ কিছু ব্যাক্তি এবং সংস্থা। যথেষ্ট না হলেও কিছুটা হলেও কাজে দিচ্ছে এসকল ত্রাণ সামগ্রী।

শহীদ আফ্রিদি’র গড়ে তোলা ফাউন্ডেশনটি পাকিস্তানের বিভিন্ন স্থানে কাজ করে যাচ্ছে নিরলস ভাবে৷ অসহায়দের জন্য নিজের হাতে সকল কিছুর ব্যাবস্থাপনা করেছেন আফ্রিদি। এপর্যন্ত সারা দেশের বিভিন্ন স্থানে প্রায় ২২ হাজার পরিবারকে সহোযোগিতা করতে পেরেছে বলে জানিয়েছেন আফ্রিদি। এতো পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে আল্লাহর প্রতি শুকরিয়া এবং সহোযোগি সকলকেই ধন্যবাদ জানিয়েছেন শহীদ আফ্রিদি। আফ্রিদি বলেন,’ সমস্ত প্রশংসা আল্লাহর। করোনার দিনগুলিতে শহীদ আফ্রিদি ফাউন্ডেশন এখন পর্যন্ত ২২ হাজার পরিবারে রেশন পৌঁছেছে। হাজার হাজার বাড়িতে রমজানের আয়োজন করা সকল বন্ধুকে ধন্যবাদ।’

দেশের বিভিন্ন স্থানে সহযোগিতা করার পরে এবার শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের পরবর্তী গন্তব্য ভূস্বর্গ কাশ্মীর এবং লারকানা। আফ্রিদির ভাষায়,’ ইনশাল্লাহ, খাইবার পাখতুনখোয়া, সিন্ধু এবং বেলুচিস্তানের পরে আমাদের পরবর্তী গন্তব্য লারকানা এবং কাশ্মীর।’

বাংলাদেশ সময়: ১:৪০ পিএম

নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »