২০২৭-এ যুব নারী বিশ্বকাপ হবে বাংলাদেশে

ক্রীড়া ডেস্ক »

বয়সভিত্তিক ক্রিকেটের পরবর্তী ৪ বিশ্বকাপের আয়োজক দেশের নাম চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-আইসিসি। ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত চক্রে অনূর্ধ্ব-১৯ এর পুরুষ ও নারীদের দুটি করে বিশ্বকাপ হবে। এর জন্য জন্য সাতটি দেশকে আয়োজক হিসেবে বেছে নেয়া হয়েছে। ২০২৭ সালে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ ও নেপাল।
রোববার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। দুই বছর পর এই টুর্নামেন্ট আয়োজন করবে মালয়েশিয়া ও থাইল্যান্ড। ২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীলঙ্কা। দুই বছর পর জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে এই আসর আয়োজন করবে।

২০২৪ সালে বাংলাদেশ আয়োজন করবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপ আয়োজনের হন্য ১০ দল বাছাইয়ের প্রক্রিয়াও শুরু করেছে আইসিসি। ৮টি দল সরাসরি অংশ নেবে। ২০২৩ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই গ্রুপের সেরা তিন দল করে সরাসরি খেলবে ২০২৪ বিশ্বকাপে। স্বাগতিক হিসেবে বাংলাদেশ সরাসরি খেলবে । আর আরেকটি দল আসবে ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রকাশিত র‌্যাংকিং থেকে আসবে বাকি একটি দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »