২০২৩ বিশ্বকাপ বাছাইয়ের ২টি সিরিজ স্থগিত করেছে আইসিসি

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের কারণে স্থগিত বিশ্ব ক্রিকেট। আইসিসির সূচি পরিবর্তন করতে হচ্ছে একের পর এক। এবার আইসিসির আরও ২টি সিরিজ স্থগিত করার ঘোষণা দিয়েছে আইসিসি।

২০২৩ বিশ্বকাপের বাছাইয়ের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লীগ-২ এবং বিশ্বকাপ চ্যালেঞ্জ লীগ-বি সিরিজটি স্থগিত করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিসি। যেখানে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট লীগ-২ সিরিজটি ৪ থেকে ১৪’ই জুলাই স্কটল্যান্ডে এবং বিশ্বকাপ চ্যালেঞ্জ লীগ-বি ৩ থেকে ১৩’ই আগস্টের মধ্যে উগান্ডায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আর সম্ভব নয় বলে জানিয়েছে আইসিসি। জনস্বাস্থ্য এবং সুরক্ষার কথা চিন্তা করেই এই সিরিজ দুটি স্থগিত করেছে ক্রিকেট সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির আয়োজক কমিটির প্রধান ক্রিস টেটলি বলেন,’ চলমান আন্তর্জাতিক ভ্রমণ বিধিনিষেধ এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য উদ্বেগ এখনও স্থিত রয়েছে এবং কোভিড-১৯ সম্পর্কিত সরকার ও জনস্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শের সাথে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আরও দুটি বাছাইপর্ব সিরিজ স্থগিত করার জন্য। যা ২০২৩ সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বে অংশ ছিলো।’

আইসিসির প্রধান উদ্দেশ্য সকলকে সুরক্ষিত রেখেই ক্রিকেট চালিয়ে যাওয়া। সেই উদ্দেশ্য সদস্যদেশের সাথে আলোচনা করে নতুন পথ খুঁজছে আইসিসি। এ সম্পর্কে টেটলি বলেন,’ স্কটল্যান্ডে আয়োজিত হওয়া পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর নয়টি সিরিজ এবং উগান্ডায় অনুষ্ঠিত হওয়া চ্যালেঞ্জ লিগ-বি প্রভাবিত হয়েছে। আমরা এখন স্বাগতিক ও সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে পথ খুঁজে বের করার জন্য চেষ্টা করবো যেখানে তারা নিরাপদে আবার পুনরায় সূচি করতে পারে। আইসিসির অগ্রাধিকার খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, অনুরাগী এবং পুরো ক্রিকেট সম্প্রদায়কে রক্ষা করা।’

নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »