২০২৩ বিশ্বকাপে খেলতে চান মুশফিক

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

সবে মাত্র শেষ হল আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর। টুর্নামেন্টে বাংলাদেশ দল প্রত্যাশা নিয়ে গেলেও সেটা সম্ভব হয়নি বাস্তবে। পয়েন্ট টেবিলের আটে থেকে শেষ করেছে টাইগাররা।

বিশ্বকাপে এমন হতাশাজনক পারফরম্যান্স ক্রিকেটারদের মন যে ভেঙে দিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ইতোমধ্যে খেলে ফেলেছে নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ফলে বাকি চারজনের মধ্যে আগামী বিশ্বকাপে কারা থাকছেন সেটা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। পঞ্চপাণ্ডবের সদস্য মুশফিকুর রহিম জানিয়ে দিয়েছেন আগামী ২০২৩ বিশ্বকাপেও দেশের জার্সিতে খেতে চান তিনি।

ভারতীয় ক্রিকেট বিষয়ক সংবাদ সংস্থা ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে মুশফিক বলেন, ‘আমার ভাবনা অনেক বড় দিকেই আছে। তবে এখন আমি সিরিজ বাই সিরিজ এগিয়ে যেতে চাই। ওইভাবেই আমি প্রস্তুতি নিচ্ছি। সিসিরজ বাই সিরিজ চিন্তা করলে ফর্ম ধরে রাখা সহজ হবে। বেশি লম্বা চিন্তা করলে ধারাবাহিকতা ধরে রাখা কষ্ট হবে। ২০২৩ বিশ্বকাপেও খেলা আমার লক্ষ্য।’

‘বর্তমান বিশ্বকাপে যদি চার নম্বর পজিশনের তালিকা দেখেন সেখানে রস টেলরের পরই আমি আছি। এটা আমার জন্য স্বস্তির বিষয়। আমাকে ভালো করার অনুপ্রেরণা ও কঠোর পরিশ্রম করতে সাহায্য করবে। কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতেও সাহায্য করবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »