কে এম আবু হুরায়রা »
২০২০ বিশ্বকাপ এখনও ঢের বাকি। তবে তার আগেই পরবর্তী টি২০ বিশ্বকাপ অর্থাৎ ২০২১ টি২০ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে কি করতে হবে সেটা বলে দিলেন আইসিসি।
২০২১ বিশ্বকাপে সরাসরি ১২টি দল খেলার সুযোগ পাবে বিশ্বকাপ। তবে সেখানে র্যাংকিং এর কোন বালাই নেই। র্যাংকিং যাই থাকুক এবারের বিশ্বকাপ থেকেই নিশ্চিত করা হবে কোন ১২ টি দল খেলছে ২০২১ টি২০ বিশ্বকাপ।
এবারের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করা ৮টি দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপেও। তবে লড়াই হবে বাকি ৪টি দলের ভিতরে। এবারের বিশ্বকাপে বাছাইপর্ব খেলা বাকি ৮ দল থেকে চারটি দল যাবে সুপার টুয়েলভে৷ আর সেই সুপার টুয়েলভে সুযোগ পাওয়া ৪টি দল চলে যাবে ২০২১ বিশ্বকাপে। বাকিদের আবার বিভিন্ন আঞ্চলিক বাছাইপর্ব খেলে যায়গা করে নিতে হবে টি২০ বিশ্বকাপ-২০২১ এ।
তবে এপর্যন্ত এটা নিশ্চিত বাংলাদেশকে সামনের বিশ্বকাপ সরাসরি খেলতে হলে এবারের বিশ্বকাপে অবশ্যই সুপার টুয়েলভে উঠতে হবে।