নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষ হতে চললো ২০১৯ ক্রিকেটের রমরমা। কেউ বোলিং আবার কেউ বা ব্যাটিংয়ের মাধ্যমে নিজেদেরকে নিয়ে গেছেন চূড়ায়। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে ব্যাট হাতে অনেকেই ছিলেন উজ্জ্বল।
তার মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছেন বর্তমান ক্রিকেট জগতের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি। কোহলি এ বছরে ২৩ ম্যাচের ২২ ইনিংস ব্যাট করে ১২৮৮ রান করতে সক্ষম হন।
বিরাটের পরের স্থানটায় অর্থাৎ দ্বিতীয় স্থানের রয়েছে তারই স্বদেশী রোহিত শর্মা। তিনি এ বছরে ওয়ানডেতে ২৪ ইনিংস খেলে করেছেন ১২৩২ রান। রানের হিসেবে পিছিয়ে থাকলেও শতকে রোহিত রয়েছেন সবার উপরে। কেননা ওয়ানডেতে ২০১৯ সালে তিনি ৬টি শতক হাঁকিয়েছেন।
এ তালিকায় ৩ নম্বরে আছেন অজি ওপেনার অ্যারন ফিঞ্চ। তিনি এ বছরে ২৩ ইনিংস থেকে করেছেন ১১৪১ রান।
ফিঞ্চের পরেই অর্থাৎ ৪ নম্বরের নামটা ক্যারিবীয় ব্যাটসম্যান সাই হোপের। তিনি এ বছরে ২৩ টি ওয়ানডে ইনিংস খেলে ১১২৩ রান করতে সক্ষম হয়েছেন।
তালিকায় ৫ নম্বর স্থানটা এই মূহুর্তে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বাবর আজমের। তিনি এ বছরে ২০ ইনিংস খেলে করেছেন ১০৯২ রান।
নানা অর্জনে শেষ হতে চলেছে ২০১৯ এর ক্রিকেট। নতুন বছর অর্থাৎ ২০২০ সালের ক্রিকেটে চলতি বছরের তুলনায় আরো বিরল অর্জনে মাতুক ক্রিকেটাররা, এটাই কামনা।