নিউজ ডেস্ক »
পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাঈদ আজমল বিশ্বাস করেন ২০১১ সালের বিশ্বকাপের সেমিফাইনালে শচীন টেন্ডুলকারের উইকেটটি তিনি পেয়েছিলে। প্রায় আট বছর পেরিয়ে গেলেও আজমল এখনো সেই উইকেটটির জন্য আফসোস করেন।
একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে আজমল এই কথা জানান। আজমলের মতে উইকেটটি পেলে ম্যাচের পরিরিস্থতি অন্যরকম হতে পারতো। টেন্ডুলকারের ৮৫ রানের ইনিংসের কারনেই লড়াকু পুজি পেয়েছিলো ভারত। ম্যাচে শচীনের ব্যক্তিগত ২৩ রানের সময় আজমলের বলে এলবিডব্লিউ আউট হয়েছিলেন। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।
আজমল বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত ছিলাম টেন্ডুলকার আউট ছিলো। শহীদ আফ্রিদি, আকমল, ওয়াহাব রিয়াজ সবাই আমাকে জিজ্ঞাসা করেছিলো আমি বলেছিলাম সে আউট। এটা হতাশাজনক ছিলো আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম। টেন্ডুলকারের ৮৫ রানই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছিলো।’
পাকিস্তানের হয়ে ৩৫ টেস্টে আজমল ১৭৮ উইকেট নিয়েছেন। আর ১১৩টি ওয়ানডেতে আজমলের উইকেট সংখ্যা ১৮৩টি এবং ৬৪টি টে-টোয়েন্টিতে ৮৫টি উইকেট নিয়েছেন।
বাংলাদেশ সময়: ০৭:৫৭ পিএম
নিউজক্রিকেট২৪/এসএমএস