নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ৪ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
সিরিজটি মাঠে বসেই উপভোগ করতে পারবেন দর্শকরা। এর জন্য এই সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।সর্বনিম্ন ২০০ টাকায় এবং সর্বোচ্চ ১৫০০ টাকায় দেখা যাবে এ সিরিজ।
অনলাইনে টিকেট কাটার কোন সুযোগ থাকছে না এবারও।বিসিবির নির্ধারিত বুথ গুলোতেই মিলবে টিকেট।ম্যাচের আগের দিন থেকে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে পাওয়া যাবে বাংলাদেশ-ভারতের সিরিজের টিকিট। ম্যাচের দিনও নির্ধারিত বুথ থেকে টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট কাউন্টার খোলা থাকবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ২০০ টাকা, নর্দার্ন স্ট্যান্ড ও সাউদার্ন স্ট্যান্ড ৩০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ড ১০০০ টাকা ও গ্রান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ১৫০০ টাকা।