দুর্জয় দাশ গুপ্ত, সিলেট থেকে »
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজের ২য় ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা। বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন৷ মুস্তাফিজুর রহমান ও সাইফুদ্দীনকে বিশ্রাম দেয়া হয়েছে। দলে ফিরেছেন আল-আমিন হোসেন ও শফিউল ইসলাম।
অন্যদিকে জিম্বাবুয়ে দলেও এসেছে পরিবর্তন৷ এই ম্যাচে একাদশে ফিরেছেন শন উইলিয়ামস। তবে ফেরা হয়নি ক্রেইগ আরভিনের৷
দু’দলের একাদশঃ
বাংলাদেশঃ তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মোর্ত্তজা (অধি), তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন।
জিম্বাবুয়েঃ তিনাশে কামুনুকামে, রেজিস চাকাভা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, ওয়েসলি মাধেব্রে, রিচমন্ড মুতাম্বামি (উইকেটরক্ষক), টিনোটেন্ডা মুতোম্বোজি, ডোনাল্ড টিরিপানো, চার্লটন শুমা ও চার্ল মুম্বা।