নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাঁচ ম্যাচ টি২০ সিরিজের ১ম ম্যাচে ৮ উইকেটের বড় জয়ের পর আজ ২য় টি২০ ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিকাল ৬.০০ ঘটিকায় জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
১ম টি২০ ম্যাচে অভিষিক্ত তানজিদ হাসান তামিমের ৪৭ বলে ৬৭ রানের ঝলমলে ইনিংস আলো ছড়িয়েছে। দীর্ঘদিন পর ফেরা সাইফুদ্দিনের ৩ উইকেট শিকার এবং তাসকিনের ৩ উইকেট শিকারে ম্যাচসেরা হওয়ার মাধ্যমে বেশ দাপটীয় জয় তুলে নিয়েছে টাইগাররা। তবে ওপেনার লিটন দাসের অফফর্ম নিয়ে ভাবতেই হচ্ছে ম্যানেজমেন্টকে। ধারাবাহিক ব্যর্থতা বজায় রেখে প্রথম টি২০ ম্যাচে ফিরেছেন ৩ বলে ১ রান করে।
আজ ২য় ম্যাচের একাদশে পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। জয়ী ম্যাচের একাদশ নিয়েই খেলতে নামবে টাইগাররা। ইনজুরীর কারনে প্রথম তিন ম্যাচের স্কোয়াডে ওপেনার সৌম্য সরকার না থাকায় ব্যর্থতার পরও লিটন দাস সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
নাজমুল শান্ত, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসাইন, সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।