১ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি হলো আকবর আলীর জার্সি ও গ্লাভস

নিউজ ডেস্ক »

বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর বিশ্বকাপ ফাইনালের জার্সি ও গ্লাভস বিক্রি হয়েছে ১ লক্ষ ৭০ হাজার টাকায়। নিলাম থেকে ২০০০ ডলারে আমেরিকান প্রবাসী বাঙালি মোঃ রিয়াজুল ইসলাম জুয়েল কিনে নিয়েছেন। এছাড়া অন্যান্য সামগ্রীগুলোর বিডারদের তথ্য যাচাই-বাছাই ও তথ্য জমা হওয়ার পর শীঘ্রই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়ে আকবার আলী আগেই বলেছিলেন, ‘নিঃসন্দেহে অ-১৯ বিশ্বকাপ জয় আমার জীবনের এখন পর্যন্ত সেরা অর্জন। করোনার এই সংকটকালীন সময়ে সেই অর্জনের দুটি স্মারক (১.ফাইনালের ম্যাচ জার্সি, ২.ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস) আমি নিলামে তুলতে যাচ্ছি। আর নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।’

এছাড়া ক্রিকেটারদের কল্যাণ সমিতির (কোয়াব) তহবিলেও আর্থিক অনুদান দিয়েছেন আকবর।

উল্লেখ্য, ফেসবুক লাইভের মাধ্যমে গত ৯ই মে রাত দশটায় “স্পোর্টস ফর লাইফ” শীর্ষক এই নিলামটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিলো। আর নিলাম চলে ১৪ই মে রাত দশটা পর্যন্ত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »