১৭ দিনের জন্য কোচ হলেন মিজবাহ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

পাকিস্তান ক্রিকেট দলের ১৭ দিনের জন্য কোচ নিয়োগ দেয়া হয়েছে সাবেক পাকিস্তানি ক্রিকেটার মিজবাহ উল হককে। জাতীয় দলের কোচের ভার অবশ্য এখনই তার হাতে তুলে দিতে চায়নি বোর্ড। প্রাক মৌসুমে ১৭ দিনের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে যে কন্ডিশনিং ক্যাম্প করা হবে সেটার কোচের দায়িত্ব অর্পন করা হয়েছে তার হাতে।

বিশ্বকাপের পরই মূলত পাকিস্তান দলের পুরো কোচিং স্টাফকেই ছাঁটাই করে পিসিবি। যেখানে ব্যাটিং, বোলিং হেড কোচ কেউ বাদ যাননি। বিশ্বকাপে সেমি ফাইনাল পর্যন্ত না যেতে পারার কারনেই এমন পদক্ষেপ নিয়েছে পিসিবি। আগামী বিশ্বকাপকে সামনে রেখে সেভাবেই এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এদিকে মিজবাহ উল হককে কোচ করার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সামনে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচীর জন্য ক্রিকেটারদের প্রস্তুত করতেই মূলত ক্যাম্পটি আয়জন করা হয়েছে। যার শুরু হবে কায়েদি আজম ট্রফি দিয়ে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »