মারুফ ইসলাম ইফতি »
গতকাল চলতি বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হেরে চলতি বিপিএল থেকে বিদায় ঘন্টা বেজেছে আসরের অন্যতম ফেভারিট ঢাকা প্লাটুনের।এলিমিনেটর ম্যাচে জয়ের পর সংবাদমাধ্যমের মুখামুখি হয়ে চট্টগ্রাম কাপ্তান মাহমুদুল্লাহ কথা বলেছেন সামনের লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে।এই সময়ে রিয়াদকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে মাশরাফির ১৪ সেলাই নিয়ে মাঠে নামা ও তার অবসরের প্রসঙ্গেও।
মাশরাফির অবসর প্রসঙ্গটি কৌশলে এড়িয়ে গেলেও রিয়াদ কথা বলেন মাশরাফির ১৪ সেলাই নিয়ে মাঠে নামার সাহসী সিদ্ধান্ত নিয়ে।অন্য সবার মতো মাশরাফির খেলার সিদ্ধান্ত অবাক করেছে রিয়াদকেও।
এই ব্যাপারে রিয়াদ বলেন, আজ হাতে ১৪ সেলাই নিয়ে মাশরাফি ভাই মাঠে নেমেছেন।আপনাদের মতো আমিও অবাক হয়েছি উনার মাঠে নামার সিদ্ধান্ত দেখে।নিঃসন্দেহে এটি মাশরাফি ভাইয়ের সাহসী সিদ্ধান্ত। উনি এক হাতের ভরসায় মাঠে নেমেও ৪ ওভার বল করেছেন,দারুণ একটা ক্যাচও নিয়েছেন,এটি সত্যিই অসাধারণ।মাশরাফি ভাইয়ের জায়গায় আমি থাকলে কখনোই খেলার কথা চিন্তাও করতাম না।