মারুফ ইসলাম ইফতি »
দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান হলো অবশেষে! এক যুগেরও বেশি সময় পর আবারো রঞ্জি ট্রফির ফাইনালের মঞ্চে দেখা যাবে ওপার বাংলাকে। দীর্ঘ ১৩ বছর পর রঞ্জি ট্রফির সেমিফাইনালে কর্নাটককে ১৭৪ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে রঞ্জির ফাইনালে জায়গা করে নিয়েছে কলকাতার প্রতিনিধিরা।
কর্নাটকক ও বাংলার মধ্যকার সেমিফাইনালের এই ম্যাচটি অনুষ্ঠিত হয় কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে।টসে জিতে বাংলাকে আগে ব্যাট করতে পাঠায় কর্নাটকক।প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অনুস্টুপ মজুমদারের সেঞ্চুরি (১৪৯) এর কল্যানে ৩১২ রানের সংগ্রহ করে অলআউট হয় বাংলা।
জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলার বোলারদের বোলিং তোপে ১২২ রানে অলআউট হয় কর্নাটকক। যার ফলে প্রথম ইনিংসে ১৯০ রানের লিড জমা হয় বাংলার খাতায়।নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে অলআউট হয় বাংলা, যার ফলে কর্নাটককের জয়ের জন্য লক্ষ্য গিয়ে দাঁড়ায় ৩৫৩ রান।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা কর্নাটকক এর ব্যাটসম্যানরা মুকেশ কুমারের বোলিংয়ে দিশেহারা হয়ে ম্যাচে তেমন কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেননি।মুকেশের বোলিং তোপে মাত্র ১৭৭ রানে গুটিয়ে যায় কর্নাটকের ইনিংস, যার ফলে ১৭৪ রানের বিশাল জয় নিয়ে ফাইনালের মঞ্চে জায়গা করে নেয় বাংলা।বাংলার হয়ে মুকেশের শিকার ৬ উইকেট।