১২ ক্রিকেটারকে ছাড়ছে চেন্নাই-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

খুব বেশিদিন হয়নি এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শেষ হয়েছে। করোনাভাইরাসের কারণে বেশ কয়েকবার পিছিয়ে সে আসর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়। তবে ২০২১ সালের আইপিএল যথাসময়ে হবে বলে আগেই জানানো হয়েছিলো।

সে ধারাবাহিকতায় আইপিএল গভার্নিং কাউন্সিল আগামী ২১ জানুয়ারির মধ্যে এইবারের দলগুলোকে তাদের খেলোয়াড় ছেড়ে দিতে বলা হয়েছে ( যদি থাকে)। আগামী ১১ ফেব্রুয়ারি প্রাথমিক ভাবে আগামী আসরের নিলামের দিন চুড়ান্ত করা হয়। তবে এবারে হচ্ছেনা বড় পরসরে নিলাম। তবে ২০২২ সালে দুইটি নতুন দল অন্তর্ভুক্ত হওয়াতে ২০২২ সালের নিলাম হবে বড় পরিসরে।

গেল আসরে চেন্নাই ভালো করতে পারেনি। তাই তারা আগামী আসরে নতুন ভাবে পথ শুরু করতে পারবে। ভারতীয় গণমাধ্যম হতে জানা গেছে আগামী আসরকে সামনে রেখে চেন্নাই সুপার কিংস ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে। তাদের মধ্যে আছে কেদার যাদব, আম্বাতি রায়ডু, পিয়ুস চাওলা।

ওয়াটসন অবসর নেয়াতে তিনি থাকছেন না সেটা নিশ্চিত। অধিনায়ক মাহেন্দ্রা সিং ধোনিকেও এবার তারা চেন্নাইয়া রাখার পরিকল্পনা করছে।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »