নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশী ক্রিকেটারদের ১১ দফা দাবীর সাথে একমত পোষণ করেন ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা)। একই সাথে কোয়াবের সদস্যপদ বাতিলের চিন্তাও করছে সংস্থাটি।
আজ এক সংবাদ বিজ্ঞাপ্তিতে ফিকার এক্সিকিউটিভ চেয়ারম্যান টনি আইরিশ এমনটিই জানিয়েছেন। তিনি বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসাবে যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটা নিশ্চিত করতে বাংলাদেশের ক্রিকেটাররা যে একাত্মতা প্রকাশ করেছে সেটাকে ফিকা সাধুবাদ জানায়। এটা স্পষ্ট করে বাংলাদেশের মতো এক গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলাড়ু দেশে ক্রিকেটারদের সাথে যেরকম আচরণ করা হয় সেটার বদল দরকার।’
এ সময় তিনি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর দ্বায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন,‘ক্রিকেটারদের অ্যাসোসিয়েশনের দায়িত্ব ক্রিকেটারদের মুখপাত্র হওয়া। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) এই দায়িত্ব যথাযথ ভাবে পালন করছে না বলে প্রতীয়মান। চিন্তার বিষয় এটাও যে, কোয়াবের কর্মকর্তারা আবার বিসিবির গুরুত্বপূর্ণ পদেও আছেন।’
ফিকার মানদন্ডের বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে কোয়াবের সদস্যপদ থাকবে কিনা৷ এমনটিই জানিয়েছে সংস্থাটি।