https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার কারণে পুরো কোচিং স্টাফ ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের হেড কোচ স্টিভ রোডসকে বিদায় করে দেয়ার পাশাপাশি চুক্তির মেয়াদ বাড়ায়নিপেস ও স্পিন বোলিং কোচদের সাথে।
ইতোমধ্যে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নিউজিল্যান্ডের কিংবদনন্তী ডেনিয়েল ভেট্টরিকে। অন্যদিকে পেস বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার ল্যাঙ্গেভেল্টকে। বোলিং বিভাগে নতুন কোচ আসলেও হেড কোচের ক্ষেত্রে কিছুটা সাবধানী পন্থা অবলম্বন করেই এগুচ্ছে বিসিবি।
গুঞ্জন ছিল আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজেও থাকছে অন্তর্বর্তীকালীন কোচ। পাশাপাশি টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাথেই পুনরায় চুক্তি করার কথাও শোনা গেছে।
লঙ্কা দলের কোচের পদ থেকে মেয়াদ শেষ হবার আগেই হাথুরুকে বরখাস্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ফলে বাংলাদেশের কোচ হয়ে আসার সম্ভাবনা আরও উজ্জ্বল হল তার।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন আগামী ৭-১০ দিনের মধ্যেই নিয়োগ দেয়া হবে নতুন কোচ। তিনি বলেন, ‘কোচ নিয়োগটা খুব দ্রুতই হয়ে যাবে। নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া ৭-১০ দিনের মধ্যেই হয়ে যাবে।’